‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগান নিয়ে আজ শুরু হচ্ছে বেসরকারি খাতের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০১৯। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২১ মার্চ।
চলতি বছর যৌথভাবে ১৫তম বেসিস সফটএক্সপোর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিস। এছাড়া বেসিস সফটএক্সপোর ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সপেরিয়েন্স জোন পার্টনার হিসেবে রয়েছে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রজেক্ট (এলআইসিটি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
গতকাল বেসিস অডিটোরিয়ামে প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রজেক্টের (এলআইসিটি) প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এবং এলআইসিটির কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ। এছাড়া বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহসভাপতি ও বেসিস সফটএক্সপো ২০১৯-এর আহ্বায়ক ফারহানা এ রহমান উপস্থিত ছিলেন।
বেসিস সফটএক্সপো ২০১৯ বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের নিরলস অবদানের কারণে। বেসিস সফটএক্সপো আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরা। এবার তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ থাকছে। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বেসিস দীর্ঘদিন থেকে একযোগে কাজ করছে।