স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি সত্ত্বেও পাওয়ার ব্যাংকের চাহিদা বাড়ছে। বিশেষ করে ভ্রমণপিয়াসুদের নিত্যসঙ্গী এ পাওয়ার ব্যাংক। যদিও কিছু স্মার্টফোনের ব্যাটারি চার্জ দেয়ার জন্য ১২০ ওয়াটের আল্ট্রা ফাস্ট চার্জার রয়েছে কিন্তু পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ হতে দীর্ঘ সময় লাগছে। ইলেকজেট নামে একটি স্টার্টআপ বাজারে এ শূন্যস্থানের দিকে খেয়াল করে ১০০ ওয়াটের পাওয়ার ব্যাংক চার্জার আনতে যাচ্ছে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে স্টার্টআপটি এরই মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৯০৫ ডলার সংগ্রহ করেছে।
১০ হাজার এমএএইচ সক্ষমতার অ্যাপোলো আল্ট্রা পাওয়ার ব্যাংকটি শূন্য থেকে শতভাগ চার্জ হতে ২৭ মিনিট সময় নেবে। এটা সম্ভব হবে গ্রাফিন ব্যাটারি ব্যবহারের মাধ্যমে, যা ১০০ ওয়াটের চার্জ নিতে পারবে।
পাওয়ার ব্যাংকটির আরো আকর্ষণীয় দিক হচ্ছে তার ওজন। মাত্র ২৩০ গ্রাম ওজনের পাওয়ার ব্যাংকটি সাধারণ স্মার্টফোনের সমান, যা সহজেই বহন করা যাবে। নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি আরেক চমকের বিষয়। পাওয়ার ব্যাংকটির উষ্ণতা কখনো ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে না বলে জানায় ইলেকজেট। প্রতিদিন ব্যবহার করেও প্রায় সাত বছর টিকবে এবং ২ হাজার ৫০০ চার্জিং সাইকেল পূরণ করবে।
অ্যাপোলো আল্ট্রা পাওয়ার ব্যাংকটির খুচরা মূল্য ১০০ ডলার। একটি ইউএসবি-সি কেবল ও একটি ইলেকজেটের ১২০ ওয়াটের চার্জারসহ প্যাকেজ পাওয়া যাবে ১৩৯ ডলারে। আগামী মাস থেকেই পাওয়ার ব্যাংকটি বাজারে পাওয়া যাবে বলে জানায় স্টার্টআপটি।