যুক্তরাষ্ট্রে ফাইভজি সেবা চালু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি। দেশটির সেলফোন নেটওয়ার্ক অপারেটর এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের হাত দিয়ে চালু হচ্ছে সেবাটি। তবে এতে বেঁকে বসেছে বিশ্বের বৃহৎ দুই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস। দেশটিতে ফাইভজি সেবা চালুর বিষয়টি পিছিয়ে দেয়ার জন্য বাইডেন প্রশাসনের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিগিয়েগের সহায়তা চেয়েছেন প্রতিষ্ঠানদুটির প্রধান নির্বাহী (সিইও)। এ নিয়ে সম্প্রতি পিট বুটিগিয়েগ বরাবর একটি চিঠিও পাঠিয়েছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিট বুটিগিয়েগকে দেয়া চিঠিতে বোয়িং সিইও ডেভ ক্যালহাউন ও এয়ারবাস আমেরিকার সিইও জেফ্রি নিটেল অনুরোধ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ফাইভজি চালুর দিনটি যাতে পিছিয়ে দেয়া হয়।
এর কারণ সম্পর্কে চিঠিতে বলা হয়, ফাইভজি নেটওয়ার্কের কারণে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা কার্যক্রম ব্যাহত হতে পারে, যা গোটা এভিয়েশন খাতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চলতি বছরের নভেম্বরেই এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের সি-ব্যান্ড ফাইভজি সেবা চালু হওয়ার কথা ছিল। তবে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তা পিছিয়ে যায়। ওই সময়ে এফএএ বলেছিল, ফাইভজি নেটওয়ার্ক চালু হলে তা উড়োজাহাজের অল্টিমিটারের (উচ্চতা পরিমাপক) রিডিংয়ে ব্যাঘাত ঘটাতে পারে।
এ বিষয়ে বোয়িংয়ের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে বলেন, উড়োজাহাজ চলাচল শিল্প এখন রেডিও অল্টিমিটারে ফাইভজি নেটওয়ার্ক কিভাবে ও কতটা ব্যাঘাত ঘটাতে পারে, সে বিষয় নিয়ে মূল্যায়ন কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে আমরা উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ, সরকারি নেতা, এয়ারলাইন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি, যাতে করে গোটা বিশ্বেই উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে পরিচালনগত নিরাপত্তা নিশ্চিত করা যায়।
মার্কিন আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মাসেই এফএএ খারাপ আবহাওয়ায় অবতরণে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর ফাইভজি নেটওয়ার্কের সম্ভাব্য প্রভাব জানিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।
বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের সঙ্গে যোগাযোগ করেছিল বিজনেস ইনসাইডার। তবে প্রতিষ্ঠানদুটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে টেলিকম শিল্প খাতের এক মুখপাত্র বলেছিলেন, উড়োজাহাজের নিরাপত্তায় ফাইভজি নেটওয়ার্কের সম্ভাব্য প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আসলে অতিকথন ছাড়া আর কিছুই না।