দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন প্যানেল ওয়ান টিম।
রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেনে সংগঠনটির ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।
১১টি পরিচালক পদে ওয়ান টিমের প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টিতে ও সিনার্জি স্কোয়াডের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টিতে। আর আন্তর্জাতিক ক্যাটাগরিতে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন সৈয়দ এম কামাল।
ওয়ান টিম প্যানেলটি জেনারেল ক্যাটাগরিতে ৪টি পদসহ অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে জয় পেয়েছে। জেনারেল ক্যাটাগরিতে ওয়ান টিমে’র বিজয়ী সদস্যরা হলেন প্যানেল নেতা টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ, গিগা টেকের সামিরা জুবেরী হিমিকা, এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান এবং টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম।এখানে অ্যাফিলিয়েটে পাঠাওয়ের ফাহিম আহমেদ এবং অ্যাসোসিয়েটে ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান জিতেছেন।
অন্যদিকে সিনার্জি স্কোয়াড প্যানেল জেনারেল ক্যাটাগরিতে ৪টি পদে জয় পেয়েছে। তাদের বিজয়ী প্রার্থীরা হলেন প্যানেল নেতা টেকনো হ্যাভেনের হাবিবুল্লাহ এন করিম, অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান সোহেল, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের মুশফিকুর রহমান, ড্রিম৭১ বাংলাদেশের রাশাদ কবির । এছাড়া আন্তর্জাতিক সদস্য ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সৈয়দ এম কামাল ।
দেশের সফটওয়্য্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
নির্বাচনে ‘সিনার্জি স্কোয়াড’ এবং ‘ওয়ান টিম’ নামে দুটি প্যানেলে ২০ জনসহ আটজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে আটটি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন। অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইন্টারন্যাশনাল বিভাগে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী নির্বাচিত হচ্ছেন। ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের দুই মেয়াদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম এবং ‘ওয়ান টিম’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ।
সংগঠনটির ২০২২-২৩ সেশনের এ নির্বাচনে ২ বছর মেয়াদের জন্য ১১ পদে মোট ২৯ জন প্রার্থী লড়েছেন। সংগঠনটির মোট ১৮১৬ জন সদস্যদের মধ্যে এবারে ভোটার ছিলো ৮৭৬ জন সদস্য। যেখানে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৬৫৪ জন, অ্যাসোসিয়েটে ভোটার ১৮২ জন, অ্যাফিলিয়েটে ৩৭ জন । এছাড়া আন্তর্জাতিক সদস্য ভোটার রয়েছেন ৩ জন।
বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম কামাল। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম ও কে আতিক ই রাব্বানী।