হোয়াটসঅ্যাপ কে কেন্দ্র করে সাধারণ মানুষকে বোকা বানানোর ফাঁদ পেতেছে স্ক্যামাররা। বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটি লিংক বা ইউআরএল জুড়ে দেওয়া হয় ওই মেসেজের সঙ্গে। ব্যবহারকারী ওই লিংকে ক্লিক করেছেন তো ধরা পড়ে গেছেন প্রতারকের ফাঁদে। কখনো কখনো ম্যালওয়্যার ইনস্টল করে দেওয়া হয় ব্যবহারকারীর ডিভাইসে, কখনো বা সরাসরি চুরি হয়ে যায় ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপন তথ্য।
সম্প্রতি কিছুদিন ধরে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ‘Rediroff. ru’ (রেডিরফ.আরইউ) নামে একটি বিপজ্জনক ফিশিং স্ক্যাম মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই স্ক্যামটিকে হাতিয়ার করে প্রতারকরা, সাধারণ ইউজারদের ব্যাঙ্ক ও কার্ডের বিবরণসহ ব্যক্তিগত এবং আর্থিক তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছে।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় ব্যবহৃত ফিশিং লিঙ্কটি উইন্ডোজ পিসির পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনেও হানা দিতে পারে। অনেক সময়ই হোয়াটসঅ্যাপেও লিঙ্ক পাঠিয়ে মোবাইল বা কম্পিউটার হ্যাক করে সাধারণ মানুষের যাবতীয় তথ্য চুরি করে নেয়। এদিকে প্রতারকদের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া আদালতে মামলা করেছে মেটা।
জানা গেছে, এই জাতীয় কেলেঙ্কারিতে প্রতারকরা প্রথমে হোয়াটসঅ্যাপে ভিক্টিমদের একটি লিঙ্ক পাঠায়। কোনো ইউজার লিঙ্কটিতে ক্লিক করলে, রিডাইরেক্ট হওয়া ওয়েবপেজ দাবি করে যে ওই ইউজার একটি সার্ভেতে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিতে পারবেন৷ এক্ষেত্রে ইউজাররা পুরষ্কারের প্রতি আকৃষ্ট হয়ে ওই সমীক্ষায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার পর, তাদের ফের একটি ভিন্ন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়, যেখানে তাদের তথ্য পূরণ করতে বলা হয়। এই ওয়েবসাইটে নাম, বয়স, ঠিকানা, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। ইউজাররা সেখানে তথ্য দিলেই বিবরণগুলি প্রতারণামূলক লেনদেনের কাজে বা ডার্ক ওয়েবে বিক্রি করার জন্য ব্যবহৃত হয়।