কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০টির মতো রিটেইল স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল। কভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বৃদ্ধিতে অ্যাপল স্টোর বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর নিউইয়র্ক টাইমস।
ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হার বৃদ্ধিতে বেশকিছু প্রতিষ্ঠানেই করোনা নীতিমালা বলবৎ হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোয় সরাসরি কাজের স্থলে বাসা থেকে কাজ বেড়েছে। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য অফিসে ফেরা বন্ধ ঘোষণা করেছে অ্যাপল। গত সপ্তাহে ম্যাক রিউমার্সের বরাতে সাতটি অ্যাপল স্টোর বন্ধের তথ্য সামনে আসে। সোমবার নাগাদ ২০টি রিটেইল স্টোর বন্ধের বিষয়টি সামনে এসেছে। সাম্প্রতিক ঝড়ের কারণে ওয়াশিংটন রাজ্যের হাতেগোনা কয়েকটি স্টোরও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল কর্মী ও ক্রেতাদের সংক্রমণ ঝুঁকি এড়াতে কিছু স্টোর বন্ধ করা হয়েছে। আবার কিছু স্টোরে সুস্থ কর্মীস্বল্পতায় স্টোর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিবৃতিতে অ্যাপলের মুখপাত্র অ্যামি ব্যাসেট উল্লেখ করেন, নিয়মিত আমরা পরিস্থিতি মনিটর করছি। আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য নীতিমালা সমন্বয় করব। কর্মীরা নিয়মিত করোনা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।