নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে সারা বিশ্বকে চমকে দিচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। হালে মানুষের অভ্যাস ও রুচিতে পরিবর্তন আসায় এর সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত উন্নত প্রযুক্তিসম্পন্ন ও ফ্যাশনেবল ডিভাইস নিয়ে আসছে দক্ষিণ কোরিয়া-ভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং।
ফ্যাশন সচেতন ও প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনায় ২০২১ সালে স্যামসাং দেশের বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ স্মার্টফোন নিয়ে এসেছে। ফোনগুলোর ডিজাইনে পরিবর্তন আনার পাশাপাশি, উন্নত ডিসপ্লে, নান্দনিক ছবি তোলার জন্য ক্যামেরা ও দীর্ঘসময় ব্যবহারের জন্য শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।
গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসটিতে এস পেন রয়েছে। যাকে নিউ এস পেন ফর ফোল্ডেবল বলা হচ্ছে। এর মাধ্যমে ফোল্ডেবল ডিভাইসে নোট নেয়ার নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। বিশেষ করে, যাদের মিটিংয়ের মধ্যে নোট নেয়ার প্রয়োজন হয় তাদের জন্য এটি বেশ চমত্কার। ফোনটিতে ব্যবহারকারীরা ফ্লেক্স মোডে কনটেন্ট দেখার পাশাপাশি নোটও নিতে পারবেন এবং প্রয়োজনে ডাবল ট্যাপ করে ফ্লেক্স মোডে স্যামসাং নোটস চালু করে লিখতে পারবেন।
গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসের ক্যামেরা ব্যবহারে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে ফ্লেক্স মোড ক্যামেরা, ডুয়াল প্রিভিউ, রিয়ার ক্যামেরা সেলফি, প্রো ক্যামেরা ও প্রো ভিডিও, প্রো ভিডিও এবং সাউন্ড রেকর্ডিং, সিঙ্গেল টেক, নাইট মোড ও মাল্টি ক্যামেরা রয়েছে। ফোনটির মাধ্যমে হ্যান্ডস ফ্রি ক্যামেরার অভিজ্ঞতাও নিতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও অভাঁজযোগ্য অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ডিভাইসটিতে চমত্কার ডিজাইন দেয়া হয়েছে। এতে আর্মার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যার ফ্রেম ও হিঞ্জ কভার ডিউরেবিলিটি ১০ শতাংশ। ডিভাইসটির সুরক্ষায় গরিলা গ্লাস ভিক্টাস ও নিউ প্রটেকটিভ ফিল্ম রয়েছে। যার মেইন স্ক্রিন ডিউরেবিলিটি ৮০ শতাংশ। এসকল ফিচার ফোনটিকে আরো মজবুত করেছে। ফোনটির ওজন ২৭১ গ্রাম। বড় স্ক্রিনের ডিভাইসটিতে ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এর মাধ্যমে গেমাররা দীর্ঘসময় গেম খেলতে পারবেন। এটি বিশ্বের প্রথম আইপিএক্স৮ পানি প্রতিরোধক ভাঁজযোগ্য ফোন। ফলে সাগর বা নদীতে থাকা অবস্থায় কোনো ক্ষতির চিন্তা ছাড়াই ছবি তোলা যাবে।
যারা হালের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান তাদের জন্য গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। নান্দনিক ডিজাইন ও চোখ ধাঁধানো রঙের ফোনটি অনায়াসেই হাতের তালুতে রাখা যাবে। এজন্যই একে সিম্পলি বোল্ড ও আউটস্ট্যান্ডিং ডিজাইনের ফোন বলা হচ্ছে। কনটেন্ট উপভোগকারীদের জন্য এ ফোন বেশ সহায়ক। এর মাধ্যমে সিনেম্যাটিক কনটেন্ট ভিউয়িং এবং নিখুঁত আসপেক্ট রেশিওতে (২২:৯) কনটেন্ট উপভোগ করা যাবে।
স্বাচ্ছন্দ্যে ফোনটি বহন করা যায় বলে এর মাধ্যমে ‘হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন্স’ করা যাবে। ল্যাপটপের মতো রেখে ভিডিও কল করা যাবে। উপরের স্ক্রিনে ছবি দেখা যাবে এবং নিচের স্ক্রিন থেকে কন্ট্রোল করা যাবে। স্মার্টফোনটির মাধ্যমে লিংক টু উইন্ডোজও করা যাবে। এক্ষেত্রে একজন ব্যবহারকারী মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ক্যাবল ছাড়াই ফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করে প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
ফোন ব্যবহারের মাধ্যমে যাদের অফিসসহ বিভিন্ন বিষয়ে কাজ করার প্রয়োজন হয়, তাদের জন্য এ ফোন বেশ কার্যকর ভূমিকা রাখবে। কারণ ফোনটিতে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। মাত্র ১ ঘণ্টায় এটি পুরোপুরি চার্জ হবে।