প্রযুক্তি জগতের প্রায় সব বিষয়ই আমরা স্বাভাবিক বলে ধরে নেই। এরই মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলোর অস্তিত্বই সম্ভবত আমরা জানি না, আরও আছে এমন সব বিষয় যেগুলো প্রথম শোনায় স্রেফ মনে হতে পারে অবিশ্বাস্য। চোখ বুলিয়ে নিতে পারেন এমনই ১২টি তথ্যে।
০১. প্লেয়িং কার্ড বানাতো নিনটেন্ডো
ভিডিও গেইমের যুগ শুরু হওয়ার অনেক আগেই আগেই প্রতিষ্ঠিত হয়েছিল নিনটেন্ডো। তখন তাহলে এই প্রতিষ্ঠানটি কী করতো? ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত জাপানি এই প্রতিষ্ঠানটি প্লেয়িং কার্ড বা তাস তৈরি করতো। প্রতিষ্ঠানটি প্রথম ভিডিও গেইম তৈরি করে ১৯৭৮ সালে।
০২. লোকজন এখনও ডায়াল-আপ ব্যবহার করেন
নতুন প্রজন্মের অনেকেই হয়তো চোখ কপালে তুলে জিজ্ঞেস করবেন ডায়াল-আপ নেটওয়ার্ক কী জিনিস? ব্রডব্যান্ড ইন্টারনেট জনপ্রিয় হওয়ার আগে কম্পিউটার থেকে ফোনের ল্যান্ডলাইনের মাধ্যমে ডায়াল করে ইন্টারনেট সংযোগ তৈরি করতেন ব্যবহারকারীরা।
অনেকেই এখনও সেই প্রযুক্তি ব্যবহার করেন। মার্কিন আইএসপি এওএল বলছে ২০২১ সালে তাদের প্রায় ১৫ লাখ গ্রাহক এই প্রযুক্তি ব্যবহার করেছেন।
০৩. প্রতিদিন গুগলে সার্চ হয় সাড়ে তিনশ’ কোটি
গোটা বিশ্বে মোট ইন্টারনেট ট্রাফিকের শতকরা ৭.২ ভাগ আসে গুগল সার্চ থেকে। আর সংখ্যার হিসেবে এই অনুসন্ধান মোট সাড়ে তিনশ কোটি।
০৪. গুগলের প্রথম টুইট ছিল বাইনারি
গুগলের প্রথম টুইটটি ছিল ২০০৯ সালে। বেশিরভাগ টুইটার ব্যবহারকারীই শুরুতে বুঝতে পারেননি ওই টুইটের অর্থ। বাইনারি থেকে ইংরেজিতে অনুবাদ করলে ওই টুইটের অর্থ দাঁড়ায় “আই অ্যাম ফিলিং লাকি!”
০৫. প্রথম মোবাইল ফোন বানিয়েছিল মটোরোলা
আর হ্যাঁ, তাদের প্রথম কলটি ছিল চির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে।
১৯৭৩ সালের ৩ এপ্রিল মটোরোলার গবেষক এবং নির্বাহী মার্টিন কুপার হ্যান্ডহেল্ড মোবাইল ফোন সেট ব্যবহার করে প্রথম ফোন কল করেছিলেন। কলের অপর প্রান্তে ছিলেন প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের (এখনকার এটিঅ্যান্ডটি) ড. জোয়েল এস এঙ্গেল।
০৬. শুরুতে টয়লেট পেপার বিক্রি করতো নোকিয়া
ছবি: উইকিমিডিয়া কমন্স, ওয়েবসাইটের উপযোগী করে ক্রপ করাফিনল্যান্ডের ব্র্যান্ড নোকিয়া মোবাইল ফোন বিক্রি করার আগে বিভিন্ন আইটেম বিক্রি করতো। এর মধ্যে রয়েছে, টয়লেট পেপার, টায়ার, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স।
০৭. বিশ্বে ১০ টাকার মধ্যে নয় টাকাই ডিজিটাল
শতকরা ৯০ ভাগেরও বেশি মুদ্রা ডিজিটাল। এর মধ্যে রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন কেনাকাটা এবং ক্রিপ্টোকারেন্সি। কাগুজে নোট আর ধাতব মুদ্রা আকারে আছে শতকরা আট ভাগ।
০৮. শতকরা ৩৫ ভাগ ওয়েবসাইট চলে ওয়ার্ডপ্রেসে
২০২০ সালের হিসাবে, সাড়ে ৪৫ কোটিরও বেশি ওয়েবসাইট তাদের কনটেন্ট ব্যবস্থাপনার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এর মানে হচ্ছে, ওয়েবসাইটের বাজারে ওয়ার্ডপ্রেসের দখল শতকরা ৩৫ ভাগ!
০৯. ইউটিউবে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টার ভিডিও
রয়টার্স২০১৯ সালের মে মাস পর্যন্ত হিসেব অনুসারে প্রতি মিনিটে ইউটিউবে ৫০০ ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হয়। এর মানে হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় ৩০ হাজার ঘণ্টার নতুন কনটেন্ট আপলোড হয়।
১০. এক কোটি ২০ লাখ স্প্যাম ইমেইলের মধ্যে উত্তর পায় একটি
প্রতি এক কোটি ২০ লাখ স্প্যাম ইমেলের মধ্যে গড়ে কেবল একটির ‘রিপ্লাই’ আসে। শুনতে যদি খুব বেশি মনে না হয় তাহলে জেনে রাখুন, প্রতিদিন এক হাজার চারশ’ কোটি স্প্যাম মেইল পাঠানো হয়।
১১. স্যামসাংয়ের যাত্রা মুদি দোকান হিসাবে
স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের যাত্রা ১৯৩৮ সালের মার্চ মাসে, একটি মুদি দোকান হিসাবে। ষাটেরর দশকে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে।
১২. আপনি সবসময় অতীতে আছেন
ওপরের বিচিত্র সব তথ্য জেনে আপনি যখন অবাক হচ্ছেন, তখন আসলে আপনি অবাক হচ্ছেন ৮০ মিলিসেকেন্ড আগে জানা তথ্য নিয়ে।
বেইলোর কলেজ অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য আমদের অনুভব করতে সময় লাগে ৮০ মিলিসেকেন্ড।