আগামী জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের আগেই নিজস্ব চিপনির্ভর প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপল। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছেন মার্ক গ্রুপম্যান নামে এক বিশ্লেষক।
২০২০ সাল থেকেই ইন্টেলনির্ভরতা কমিয়ে নিজস্ব অ্যাপল সিলিকননির্ভর হতে থাকে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। এর অংশ হিসেবে ম্যাকবুক ও ম্যাক মিনিতে অ্যাপলের এমওয়ান চিপ ব্যবহার করেছে তারা। বর্তমানে আরো ডিভাইসে নিজস্ব চিপ ব্যবহার বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
পাওয়ার অন নিউজলেটারের সর্বশেষ সংস্করণে মার্ক গুরম্যান জানান, নতুন ম্যাক প্রো, শক্তিশালী ম্যাক মিনি ও বড় ডিসপ্লের আইম্যাক প্রোতে শিগগিরই অ্যাপলের সিলিকন চিপ ব্যবহার করা হবে। এ তথ্য সত্য হলে নতুন বছরের প্রথমার্ধে অ্যাপলের একাধিক ম্যাক ডিভাইস বাজারে আনা হবে।
এমওয়ান চিপসেট ব্যবহারের মাধ্যমে এরই মধ্যে ম্যাকবুক এয়ার, প্রো মডেল, ম্যাক মিনি ও আইম্যাক ডিভাইস বাজারে এনেছে অ্যাপল। সম্প্রতি ১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দুটি ডিভাইসে এমওয়ান প্রো ও এমওয়ান ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। এমওয়ান চিপের সফলতার অংশ হিসেবে অ্যাপল এম২ চিপ আনতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রকাশিত প্রতিবেদনের তথ্য যদি সত্য হয়, তাহলে দুটি চিপের মধ্যে পারফরম্যান্সে তেমন কোনো পরিবর্তন হবে না।