প্রতিক্ষিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের টিজার দেখিয়েছে ওয়ানপ্লাস। নতুন ‘১০ প্রো’ নিয়েও সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসলব্লাডের সঙ্গে সখ্যতা ধরে রেখেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি পণ্যের বাজারে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা। তথ্য ফাঁসকারীরা ঘি ঢালছিলেন সেই গুজবের আগুনে।
নতুন ওয়ানপ্লাস ‘১০ প্রো’ জানুয়ারি মাসে উন্মুক্ত হওয়ার কথা চীনের বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ওয়েইবোতে ওয়ানপ্লাস প্রধান নির্বাহী পিট লাও পোস্ট করেছিলেন আগেই।
টিজার আকারে ছাড়া নতুন ছবিতে স্মার্টফোনটির পেছনের অংশে ক্যামেরা আছে তিনটি। ‘১০ প্রো’-তেও সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসলব্লাডের সঙ্গে অংশীদারিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ওয়ানপ্লাস এবং হাসলব্লাডের অংশীদারিত্বের শুরু ওয়ানপ্লাস ৯ স্মার্টফোন দিয়ে। ছবির ‘কালার টিউনিং’ নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠান দুটি, আর সার্বিক ফলাফল ইতিবাচক বলেই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
বিভিন্ন সময়ে ওয়ানপ্লাসের নতুন ‘ফ্ল্যাগশিপ’ ফোন নিয়ে তৎপর হয়েছেন তথ্য ফাঁসকারীরা। স্মার্টফোনটির বাহ্যিক নকশার যে বিবরণ তারা দিয়েছিলেন তার সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে টিজারে দেখানো ছবির।
‘১০ প্রো’র কোনো খুঁটিনাটি তথ্য প্রকাশ করেনি ওয়ানপ্লাস। তবে, বিভিন্ন সূত্র বলছে, এর মূল ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। আরো থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আরো শোনা যাচ্ছে, ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ১’ চিপসেট থাকবে স্মার্টফোনটিতে। ৮ জিবি বা ১২ জিবি র্যাম, ১২৮ জিবি বা ২৫৬ জিবির স্টোরেজ এবং পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে ‘১০ প্রো’-তে।
ওয়ানপ্লাসের প্রকাশিত ছবি বলছে, ট্রেডমার্ক করানো ‘থ্রি-স্টেজ রিংগার সুইচ’-এর উপস্থিতি থাকবে স্মার্টফোনটিতে। ভাইব্রেশন থেকে সাইলেন্ট মোডে নেওয়ার মতো কাজ সহজ করে ওই সুইচটি।
চীনের বাজারে ওয়ানপ্লাস ‘১০ প্রো’র অভিষেক হবে ১১ জানুয়ারি। বিশ্ববাজারে কবে নাগাদ স্মার্টফোনটি আসবে সে প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে, তথ্য ফাঁসকারী সূত্রগুলোর বরাত দিয়ে ভার্জ বলছে, এপ্রিল মাসেই বিশ্ববাজারে আসার জোর সম্ভাবনা রয়েছে স্মার্টফোনটির।