ফর্মালু ওয়ান রেসিং নিয়ে সিনেমা প্রযোজনার চুক্তি গুছিয়ে এনেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করবেন ব্র্যাড পিট।
সিনেমা ফর্মুলা ওয়ান কেন্দ্রিক হলেও বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হবে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক।
‘অ্যাপল টিভিপ্লাস’-এর জন্য নির্মাণ করার কথা রয়েছে সিনেমাটির। তারকা এফ১ ড্রাইভার স্যার লুইস হ্যামিল্টনের সংশ্লিষ্টতা নিশ্চিত বলে উঠে এসেছে প্রতেবেদনে।
সিনেমা প্রযোজনার চুক্তিটি ১৩ কোটি মার্কিন ডলারের কছাকাছি বলে জানিয়েছে সাইটটি। স্ট্রিমিং সেবাগুলোর প্রযোজিত বড় বাজেটের অন্যান্য সিনেমার খরচও সচরাচর এর কাছাকাছিই হয় বলে মন্তব্য করেছে ৯টু৫ ম্যাক।
অ্যাপলের সঙ্গে ‘ফাইট ক্লাব’ ও ‘কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন’ তারকার প্রথম সিনেমা নয় এটি। ইতোমধ্যেই অ্যাপল টিভিপ্লাসের বড় বাজেটের আরেকটি সিনেমায় অভিনয় করছেন পিট, সঙ্গে আছেন জর্জ ক্লুনি। ‘ওশন’ সিরিজে অভিনয়ে জন্য সমাদৃত হয়েছিল পিট-ক্লুনি জুটি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অ্যাপলের ফর্মুলা ওয়ান সিনেমায় পিটের চরিত্রটি হবে অবসরে যাওয়া একজন রেসারের। শেষবারের মতো বড় সাফল্যের লক্ষ্যে তরুণ এক চালককে জয়ের পথ দেখাবে পিটের চরিত্রটি। সিনেমাটির পরিচালনা করবেন আসন্ন ‘টপ গান’ সিনেমার পরিচালক জোসেফ কোসিনস্কি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রযোজনার দিকে ঝুঁকেছে অ্যাপল ও প্রতিষ্ঠানটির টিভিপ্লাস সাবস্ক্রিপশন সেবা। নিজস্ব ও মানসম্মত কনটেন্টের পাল্লা ভারি করতে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে অ্যাপল টিভিপ্লাসের অধীনে। ওই প্রকল্পগুলোর মধ্যে আলোচিত হচ্ছে মার্টিন স্করসেসি’র ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটির টিভিপ্লাস প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষ নাগাদ।