২০২২ সালের শুরুতে আর্ক সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারে আনার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে ইন্টেল। এর পরিবর্তে আর্ক আলকেমিস্ট জিপিইউ-সংবলিত প্রথম ল্যাপটপ হিসেবে বাজারে এসারের সুইফট এক্স আনা হতে পারে। খবর গিজমোচায়না।
২০২১ সালের শেষে নতুন জিপিইউ আনার কথা জানিয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। নতুন প্রকাশিত তথ্যানুযায়ী মার্চে ল্যাপটপের সঙ্গে আর্ক সিরিজ উন্মুক্ত করবে ইন্টেল। আজই কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) শুরু হচ্ছে। প্রযুক্তিবিদদের আশা, এ মেলায় বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের একাধিক ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবসহ গ্যাজেট প্রদর্শন করা হবে। এর অংশ হিসেবে এসার সুইফট এক্স ২০২২ মডেলটি উন্মোচন হতে পারে।
এরই মধ্যে অনলাইনে সুইফট এক্স ২০২২ ল্যাপটপের ছবিও প্রকাশিত হয়েছে। সুইফট এক্স ২০২১ ছিল আইরিস এক্সই গ্রাফিকস-সংবলিত প্রথম ল্যাপটপ। সে হিসাবে সুইফট এক্স ২০২২ হবে আর্ক আলকেমিস্ট জিপিইউ-সংবলিত প্রথম ল্যাপটপ।
ছবির তথ্যানুযায়ী, নতুন ল্যাপটপটিতে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এতে আলাদাভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেও পাওয়ার বাটনটি স্ক্যানার হিসেবে কাজ করবে। এতে একটি ইউএসবি ও এইচডিএমআই পোর্ট রয়েছে বলেও জানা গেছে। পোর্ট ছাড়াও ল্যাপটপটিতে সরু ডিসপ্লে বেজেল দেয়া হয়েছে। তবে ল্যাপটপের বৈশিষ্ট্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে নাম্বার প্যাডবিহীন চিকলেট স্টাইলের ডেডিকেটেড কি-বোর্ড রয়েছে। সুইফট এক্স ২০২২ ভার্সনের পাশাপাশি মেলায় এসার তাদের প্রিডেটর হেলিওস ৩০০, প্রিডেটর ট্রাইটন ৫০০ এসই ও নিট্রো ৫ ২০২২ ল্যাপটপও প্রদর্শন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।