পর্তুগালের বৃহত্তম মিডিয়া সংগঠন ইমপ্রেসা মালিকানাধীন একটি সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সপ্তাহান্তে একজন হ্যাকারের হামলা শেষে গতকাল থেকে তাদের ওয়েবসাইট ডাউন রয়েছে। খবর রয়টার্স।
এক্সপ্রেসো নিউজপেপার ও এসআইসি টেলিভিশন জানায়, হামলার বিষয়ে প্রতিষ্ঠান দুটি এরই মধ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন পুলিশ এজেন্সি পিজে ও দ্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকে (সিএনসিএস) জানিয়েছে। পাশাপাশি তারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
অভিযুক্ত হ্যাকাররা নিজেদের ল্যাপসাস গ্রুপ বলে অভিহিত করছে। আক্রমণের পর ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় গ্রুপটি জানায়, মিডিয়া গ্রুপটি যদি নির্ধারিত অর্থ প্রদানে ব্যর্থ হয় তাহলে তারা প্রতিষ্ঠান দুটির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে দেবে। মেসেজে ই-মেইল ও টেলিগ্রামে যোগাযোগের তথ্যও অন্তর্ভুক্ত ছিল। এ বিষয়ে গ্রুপটি রয়টার্সের কাছে মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করে।
ল্যাপসাস দাবি জানিয়েছে যে তারা ইমপ্রেসার অ্যামাজন ওয়েব সার্ভিসেস অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছে। পাশাপাশি সংবাদপত্রটির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক্সপ্রেসো সাবস্ক্রাইবারদের ফিশিং ই-মেইল পাঠিয়েছে। বিদায়ী বছরের ডিসেম্বরে গ্রুপটি ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল বলে জানা গেছে।