ব্যবহারকারীদের জন্য টেক্সট ওয়াটারমার্ক ফিচার যোগ করেছে গুগল ডকস। এখন থেকে ব্যবহারকারীরা তাদের নথির প্রতিটি পৃষ্ঠায় টেক্সট ওয়াটারমার্ক বসাতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ডকসের ইনসার্ট মেনুতে এই ওয়াটারমার্ক ফিচার পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী ব্যবহারকারীরা টেক্সট ওয়াটারমার্কের ফন্ট, আকার, অবস্থান নির্বাচন করতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট আদান প্রদান করার সময়েও এ ওয়াটারমার্ক সংরক্ষিত থাকবে বলে নিশ্চিত করেছে গুগল। নতুন এই ফিচারটি গুগল ওয়ার্কস্পেস ছাড়াও জি স্যুট বেসিক ও বিজনেস গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। আগামী সপ্তাহেই এ ফিচার সম্পূর্ণরূপে ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের জুনে সব ব্যবহারকারীদের জন্য গুগল ওয়ার্কস্পেস উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এই পরিষেবায় গুগল ডকস , শিট, চ্যাট ছাড়াও রয়েছে আরও কার্যকারী অনেক অ্যাপ্লিকেশন।
২০২১ সালের সেপ্টেম্বরে ডকসে ইমেজ ওয়াটারমার্ক ফিচার চালু করেছে গুগল। ফলে ডকস ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় একটি ইমেজ ওয়াটারমার্ক ব্যবহার করা যায়।
গত বছরের মে মাসে গুগল ডকসের শো এডিটর নামে আরও একটি ফিচার চালু করা হয়। এর ফলে কোনো ব্যবহারকারী শেয়ার করা ডকুমেন্টে কেউ পরিবর্তন করলে তা সহজেই ধরে ফেলা যায়।