ইভ্যালি পুনর্গঠন করে গ্রাহকের পণ্য ও টাকা ফেরত দিতে রাসেলের পরিবারের আশ্বাসকে আমলে নিয়েছে হাইকোর্ট। এজন্য রাসেল ও তার স্ত্রীর শেয়ারের কিছু অংশ তার ভাই বোন, শ্বশুর-শাশুড়ি ও শ্যালককে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী মাহসিব হোসেন জানান, রাসেলের স্বজনরা ইভ্যালিকে পুনর্গঠন করতে আদালতে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে শেয়ার হস্তান্তরের এই নির্দেশ দেন আদালত। এজন্য ইভ্যালি পরিচালনায় বর্তমান যে কমিটি কাজ করছে তাদেরকে সহায়তারও নির্দেশ দেয়া হয়। তবে ইভ্যালির সাবেক এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেপ্তার থাকায় জেলগেটেই শেয়ার হস্তান্তেরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।