দৈনন্দিন জীবনে চলার পথে অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে স্মার্টফোন। যা ছাড়া আজকাল মানুষ নিজেকে চিন্তা করতে পারেন না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে, প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে। আর তাতে ব্যাক কভারও লাগানো আছে। অনেকেই ফোনের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে, আবার কেউ কেউ ফোনের সুরক্ষায় ব্যাক কভার লাগিয়ে থাকেন।
স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহারের সুবিধা সম্পর্কে কমবেশি সবাই জানি। তবে এর নেতিবাচক প্রভাবও রয়েছে। স্মার্টফোনে কভার সঠিক ভাবে ব্যবহার না করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন একনজরে জেনে নেই এসব ক্ষতি সম্পর্কে-
ফোন গরম হওয়া
সাধারণত দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে সব স্মার্টফোন গরম হয়। এ পরিস্থিতিতে ফোনে কভার লাগানো থাকলে গরমের মাত্র আরো বেড়ে যায়। যা ফোনের পারফরম্যান্সেও প্রভাবিত হয়। ফলস্বরূপ ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই ফোন হালকা গরম হলেই কভার খুলে রাখতে হবে।
ময়লা জমে থাকা
অনেকই মনে করেন কভার লাগানো হয়ে গেলেই কাজ শেষ। ফলস্বরূপ কভারটি বছরের পর বছর ফোনে লাগানো থাকে। কভার খুলে পরিষ্কার করার কথা তো অনেকের মাথাতেই আসে না। এ অবস্থায় ধীরে ধীরে পেছনের প্যানেলে ধুলা জমার ফলে ফোনে প্রচুর ময়লা জমে যায়। এছাড়া ফোনে অনেক সময় স্ক্র্যাচও দেখা যায়। এতে ফোনে অনেক ধরনের ক্ষতি হতে হবে।
ফোনের স্বকীয়তা নষ্ট
প্রতিনিয়ত প্রস্তুতকারী সংস্থাগুলো দারুণ দারুণ সব ডিজাইনের সঙ্গে স্মার্টফোন লঞ্চ করে। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোনগুলোর ক্ষেত্রে দারুণ সব ডিজাইন পরিলক্ষিত হয়। কিন্তু মোবাইল কভার ব্যবহারে ফলে ফোনের নিজস্ব ডিজাইন ঢাকা পড়ে যায়।