ক্রিপ্টো মুদ্রাবান্ধব নতুন চিপের ঘোষণা দিয়েছে চিপনির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। বিটকয়েন মাইনিং, এনএফটির মতো বিষয়গুলো জনপ্রিয় হওয়ায় নতুন এই চিপের মাধ্যমে লাভের অঙ্ক বাড়ানোর হিসেব করছে প্রতিষ্ঠানটি।
বছরের শেষ দিকে এই চিপ বাজারে আসার কথা রয়েছে। প্রথম ক্রেতাদের মধ্যে রয়েছে ব্লক ইনকর্পোরেটেডে রূপান্তরিত হওয়া জ্যাক ডরসির স্কয়ার। ব্লকচেইনে মনোযোগ কেন্দ্রীভূত করার লক্ষ্যে কিছুদিন আগেই স্কয়ার ইনকর্পোরেটেড নাম পাল্টে ব্লক হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে জনপ্রিয়তা পাওয়া ব্লকচেইন প্রযুক্তি আসলে অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্কে সংরক্ষণ করা হিসাবের খতিয়ান বই বা লেজার। এককভাবে কোথাও সংরক্ষণ না করার কারণে একে বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড পাবলিক লেজার বলা হয়। এই প্রযুক্তির উত্থানের ফলেই ওয়েব.থ্রি এবং এনএফটি’র মতো বিষয়গুলোতে ক্রমশ মানুষের আগ্রহ বাড়ছে এবং প্রযুক্তির বিকেন্দ্রীকরণের পালে হাওয়া লাগছে।
ইনটেল বলেছে, তাদের নতুন চিপটি একটি শক্তিবান্ধব “অ্যাক্সিলারেটর” যা ব্লকচেইনে কাজের গতি বাড়ানোর জন্য উপযুক্ত। ব্লকচেইন প্রযুক্তিতে প্রচুর পরিমাণে কম্পিউটিং শক্তি প্রয়োজন হয়। ইনটেলের বক্তব্য অনুসারে প্রতিষ্ঠানটি এই বিষয়টিতে মনেযোগ রেখে চিপের নকশা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
বর্তমানে ক্রিপ্টো মাইনিংয়ের জন্য চিপ ডিজাইনার এনভিডিয়া কর্পোরেশনের গ্রাফিক্স কার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ছাড়াও ইথেরিয়াম মুদ্রার জন্য একটি আলাদা বিশেষায়িত চিপ রয়েছে।
পরিবর্তিত বাজারে নিজের অবস্থান দৃঢ় করতে ইনটেল তার এক্সিলারেটেড কম্পিউটিং সিস্টেম বিভাগ এবং গ্রাফিক্স বিজনেস ইউনিটে ‘কাস্টম কম্পিউটিং গ্রুপ’ নামে একটি নতুন বিভাগও তৈরি করেছে।