প্রতিদিন অ্যাপ ব্যবহারে নির্দিষ্ট সময় বাড়িয়েছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। আগের ১০ বা ১৫ মিনিট থেকে বাড়িয়ে সময়সীমা ৩০ মিনিট করা হয়েছে। খবর এনগ্যাজেট।
প্রতিদিন অ্যাপ ব্যবহারে কত ঘণ্টা সময় অতিবাহিত হচ্ছে, সে বিষয়ে ব্যবহারকারীদের অবগত করতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুক। পাশাপাশি নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার বিষয়েও কাজ করছিল প্লাটফর্মগুলো। এর অংশ হিসেবে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
টেকক্রাঞ্চকে দেয়া সাক্ষাত্কারে একজন ব্যবহারকারী জানান, অ্যাপ ব্যবহারে নির্দিষ্ট সময় নির্ধারণে ইনস্টাগ্রাম থেকে পপ আপ নোটিফিকেশন দেখানো হচ্ছে। তবে যে কেউ চাইলে আগের সেটিংসে ফিরে যেতে পারবেন। অ্যাপ আপডেটের মাধ্যমে ডেইলি টাইম লিমিট পরিবর্তনের ফিচারটি পরিবর্তন করা হয়েছে।
ফেসবুকের সেটিংসে আরো অপশন রয়েছে। ব্যবহারকারীরা অতিরিক্ত ৫ মিনিটসহ যেকোনো সময়সীমা নির্ধারণ করতে পারেন। যেকোনো অ্যাপে ব্যবহারকারী নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর তাদের কাছে পপ আপ নোটিফিকেশন পৌঁছে যাবে। তবে এটি এড়িয়ে যাওয়া যাবে।
ফিচারটি চালুর সময় এক বিবৃতিতে মেটা জানায়, নির্দিষ্ট সময় অ্যাপ ব্যবহারের পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে স্বাস্থ্যকর অনলাইন চর্চা তৈরিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত নভেম্বরে ইনস্টাগ্রাম টেক এ ব্রেক ফিচারের পরীক্ষা চালিয়েছিল। বিশেষ করে নির্ধারিত সময় পর কিশোরদের স্মার্টফোন ব্যবহার বন্ধের বিষয়ে জানাতে এ উদ্যোগ নেয়া হয়েছিল। তবে কী কারণে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়সীমা বাড়ানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।