বর্তমানে সারাবিশ্বে রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হয়তো ব্যবহার করছেন ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। যেভাবেই ব্যবহার করুন না কেন ভয়েস মেসেজ, মেসেজ রিঅ্যাকশনসহ বিভিন্ন ইমোজি এর ব্যবহার করেছে আরও জনপ্রিয়।
অনেকেই একসঙ্গে একাধিক ফোন ব্যবহার করেন। তাদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা মুশকিল হয়ে পড়ে। যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেটিতে চার্জ না থাকলে পড়তে হয় ঝামেলায়। জানেন কি? একই হোয়াটসঅ্যাপ নম্বর একাধিক ফোনে ব্যবহার করা যায়।
এবার একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। কোনো মাল্টি ডিভাইস সাপোর্টে কম্পিউটার অথবা অন্য কোনো ডিভাইসের ব্রাউজার থেকে লগইন করে একই সময়ে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব। তবে চাইলে থার্ড পার্টি সোর্স হোয়াটসক্যান প্রো (Whatscan Pro) ব্যবহার করেও এই কাজ করতে পারবেন।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময় একটি মাত্র ডিভাইস থেকে লগইন করা যাবে। আপনার কাছে ডুয়াল সিম ফোন থাকলে একটি মাত্র নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহার করার উপায়-
> প্রথমেই আপনার ফোনে হোয়াটসক্যান প্রো অ্যাপ ইনস্টল করুন।
> এবার যে ফোনে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেই ফোনের ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন।
> এবার আপনার ফোনের ডিসপ্লেতে একটি QR কোড দেখতে পাবেন।
> এই QR কোড আপনার প্রাথমিক ফোনের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্যান করুন। এর ফলে আপনার দ্বিতীয় ফোনে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন হয়ে যাবে।
> এখন আপনি দুটি ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।