ল্যাপটপ উন্মোচন করেছে নোকিয়া। ল্যাপটপটির মডেল পিওরবুক প্রো। ফ্রান্সের স্টার্টআপ কোম্পানি অফ গ্লোবাল এই নোটবুকটি তৈরি করেছে। বিশ্বের অন্তত ২২টি দেশে এই নোটবুক সরবরাহ করবে নোকিয়া। খবর জিএসএম এরিনা।
১৭.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি স্ক্রিনে পাওয়া যাবে এই নোটবুক। এতে রয়েছে অ্যালুমিনিয়াম টপ কাভার, গোলাকার প্রান্ত, বড় ট্র্যাকপ্যাড এবং ব্যাকলিট কিবোর্ড। উভয় সংস্করণেই থাকছে ফুল এইচডি আইপিএস প্যানেল। এতে থাকছে ২৫০ নিটস ব্রাইটনেস।
নোটবুক দুটিতে ব্যবহৃত হবে ইন্টেল কোর আইথ্রি-১২২০পি প্রসেসর। ৮ গিগাবাইট (জিবি) র্যামের পাশাপাশি স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ গিগাবাইট এসএসডি।
১৭ ইঞ্চির সংস্করণটিতে ব্যবহৃত হবে ৬৩ ওয়াটআওয়ার ব্যাটারি। অপরদিকে ১৫ ইঞ্চির সংস্করণে ব্যবহৃত হবে ৫৭ ওয়াটআওয়ার প্যাক ব্যাটারি। নোটবুক দুটির ওজন যথাক্রমে ২.৫ কেজি ও ১.৭ কেজি।
নীল, ধূসর, সিলভার এবং লাল রঙে পাওয়া যাবে নোটবুক দুটি। তবে দাম জানা যায়নি।