অনলাইনে সহকর্মীদের খুঁজে পেতে সম্প্রতি নতুন একটি ফিচার যুক্ত করল গুগল ওয়ার্কস্পেস। পিপল সার্চ নামে ফিচারটি মূলত বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে। খবর গ্যাজেটস নাউ।
নিজস্ব প্রতিষ্ঠানের সহকর্মীদের অনলাইনে খুঁজে পাওয়া কখনো কখনো দুঃসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে কাজের জন্য নিজের প্রতিষ্ঠানের নিজ বিভাগের সহকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। এ সংকট কাটাতে গুগল ক্লাউড সার্চে পিপল সার্চ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে সার্চ ইঞ্জিনটি। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সহকর্মীদের নাম, ই-মেইল, ঠিকানা বা চাকরির উল্লেখ করে খুব সহজেই সন্ধান পাবেন।
সম্প্রতি এ বিষয়ে একটি ব্লগ প্রকাশ করে গুগল। ব্লগে গুগল জানায়, ব্যবহারকারীরা প্রতিষ্ঠানের নাম দিয়ে নির্দিষ্ট পদের নাম উল্লেখ করে সহকর্মীদের খুঁজে পেতে পারবেন। অথবা নামের সঙ্গে পদের নাম যুক্ত করেও সহকর্মীদের খুঁজতে পারবেন। সার্চের সঙ্গে যে প্রোফাইলগুলোর বিবরণ মিলে, তাদের নাম ক্লাউড সার্চের শীর্ষে দেখানো হবে। প্রোফাইলে ক্লিক করলে নাম, যোগাযোগসহ অন্যান্য তথ্যও দেখতে পারবেন ব্যবহারকারীরা।