ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে অনেক দেশ ও প্রতিষ্ঠান। মুখ ফিরিয়ে নিয়েছে অনেক টেক জায়ান্ট। তবে নিরব ভূমিকায় রয়েছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। এর জেরে হুয়াওয়ের ইউকে বোর্ডের দুই সদস্য পদত্যাগ করেছেন। খবর বিবিসি।
ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিষয়ে হুয়াওয়ে চলমান যুদ্ধের প্রকাশ্যে নিন্দা না করায় এই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ দুই কর্মকর্তা। তারা হলেন- স্যার অ্যান্ড্রু কান এবং স্যার কেন ওলিসা।
বুধবার কোম্পানিকে তারা জানিয়েছেন যে, তাদের নন-এক্সিকিউটিভ ডিরেক্টরের ভূমিকা ছেড়ে দিচ্ছেন তারা।
স্যার অ্যান্ড্রু কান ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রাক্তন সিইও, হুয়াওয়ে টেকনোলজিস ইউকে উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে চার বছর পর ২০১৫ সালে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হন। ওলিসা ২০১৮ সালে পরিচালক হয়েছিলেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে খসড়া নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন। এ নিন্দা প্রস্তাবে চীনসহ ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।