ইউক্রেইন আক্রমণের পর অনেক ক্ষেত্রেই বদলে গিয়েছে বিশ্ব, সে খবর মিলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু কতোটা বদলেছে রাশিয়া, বিশেষ করে যোগাযোগ প্রযুক্তির বেলায়?
২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া সপ্তাহে রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীরা অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে পাঁচটি শীর্ষস্থানীয় ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন মোট ২৭ লাখ বার। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ বলে জানাচ্ছে বাজার গবেষণা সংস্থা সেন্সরটাওয়ার।
যদি কোনো দেশে ফেইসবুক নিষিদ্ধ হয় তবে ভিপিএন ফেইসবুকের কনটেন্ট ভিপিএন প্রতিষ্ঠানটির কনটেন্ট হিসেবে ডেটা প্যাকেট আকারে এনক্রিপ্ট করে পাঠায়। উদাহরণ হিসেবে ফেইসবুকের উল্লেখ হলেও এটা যে কোনো সাইটের বেলায় হতে পারে।
সেন্সরটাওয়ারের এই তথ্যের সঙ্গে বিভিন্ন ভিপিএন সেবাদাতার দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে বলে জানাচ্ছে সিএনএন। সুইজারল্যান্ড-ভিত্তিক প্রোটন জানিয়েছে, এই মাসে রাশিয়া থেকে তাদের সেবার সাইনআপের সংখ্যা হাজারগুণ বেড়েছে। অবশ্য প্রতিষ্ঠানটি তুলনার জন্য কোনো সংখ্যা জানায়নি।
গত ১ মার্চ থেকে মেটার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ পরিষেবাসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে ধীরে ধীরে ট্রাফিক বেড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট মনিটরিং প্ল্যাটফর্ম ক্লাউডফ্লেয়ার। এই তথ্যের সঙ্গে মিল রয়েছে টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ট্র্যাফিক বাড়ার তথ্যের।