অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর এম১ আল্ট্রা নিয়ে আসছে পরবর্তী প্রজন্মের ম্যাক প্রো। আগামী সেপ্টেম্বরেই ডিভাইসটি উন্মোচন করা হতে পারে। ২০২০ সালে আয়োজিত বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে ঘোষিত পরিকল্পনায় ইন্টেল-নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রসেসর আনায় মনোযোগ বাড়ানোর কথা জানিয়েছিল অ্যাপল। সে পরিকল্পনার অংশ হিসেবে গত সপ্তাহে আয়োজিত ‘পিক পারফরম্যান্স’ পণ্য উন্মোচন অনুষ্ঠানে নিজস্ব চিপসহ উন্মোচন হয়েছে ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো।
সম্প্রতি এম১ প্রসেসর লাইনআপে “শেষ একটা চিপ” এনেছে অ্যাপল। নিজস্ব নকশার সিলিকন চিপ নিয়ে গেল বছর থেকেই আলোচনায় ছিল প্রতিষ্ঠানটি; এর মধ্যে সবচেয়ে শক্তিশালী চিপটির সক্ষমতা এক লাফে দ্বিগুণ করার ঘোষণা দিয়ে চমকে দিয়েছে আইফোন নির্মাতা।
৮ মার্চের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনে নতুন ‘এম১ আল্ট্রা’ চিপ দেখিয়েছে অ্যাপল। এম১ লাইনআপের নতুন সদস্যটির বাজারে অভিষেক হবে নতুন ‘ম্যাক স্টুডিও’র সবচেয়ে ব্যয়বহুল কনফিগারেশনের মাধ্যমে। কিন্তু দামের বদলে গুরুত্ব পাচ্ছে চিপটির নকশা এবং এর কার্যক্ষমতা নিয়ে অ্যাপলের প্রতিশ্রুতি।
পেশাদারী পর্যায়ের ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের মতো যে কাজগুলো কম্পিউটারের উপর ব্যাপক চাপ ফেলে, এম১ আল্ট্রা সেই কাজগুলো একেবারেই সহজ করে দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাপল।
‘এম১ আল্ট্রা’ আদতে এক সঙ্গে জুড়ে দেওয়া দুটি ‘এম১ ম্যাক্স’ চিপ। দুই চিপের সিলিকন ডাই-এর সংযোগ স্থাপন করে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিপ দুটি। অ্যাপল এ প্রক্রিয়াকে অ্যাপল আখ্যা দিচ্ছে ‘আল্ট্রাফিউশন’ বলে।
ফলে এক লাফে দ্বিগুণ হয়েছে চিপের কম্পিউটিং ক্ষমতা। ‘৬টি হাই-পারফর্মেন্স সিপিইউ কোর আছে এম১ আল্ট্রায়; আরো আছে চারটি এফিশিয়েন্সি কোর এবং ৬৪ কোরের সমন্বিত জিপিইউ। ১২৮ জিবি র্যাম সমর্থন করবে চিপটি।