আইএসপি প্রতিষ্ঠানগুলো সময়ের চেয়ে প্রযুক্তিতে এগিয়ে আছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ইন্টারনেট থেকে আপনারা অনেকে এগিয়ে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছেই আপনাদের ব্যান্ডউইথ পৌঁছাতে হবে। কেননা আমাদের মেয়েরা উঠান ঝাড়ু দেয়ার জন্য গ্রামের বাড়িতে রোবট ব্যবহার করবে। সেই দুনিয়ার সৈনিক আপনারা।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন এবং আইএসপিএবির নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, আপনারা হয়তো এখনো ভাবছেন মোবাইল ইন্টারনেটে লোকজন ফেসবুক ব্রাউজ করে তাদের জীবন কাটিয়ে দেবে। আমি আপনাদেরকে বলি, হয় তো ওরা (মেবাইল অপারেটররা) এখন এমবিপিএস হিসাব করে ব্যান্ডউইথের হিসাব করে। ভবিষ্যতে এই জনগণ আপনার কাছ থেকে জিবিপিএস ব্যান্ডউইথ চাইবে এবং এই জিবিপিএস ব্যান্ডউইথ আপনাদের দিতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আগামী দিন কিন্তু স্পেকট্রাম নির্ভর দুনিয়া নয়। আগামী দিন ফাইবার নির্ভর দুনিয়া। তারের ওপর ভিত্তি করেই পঞ্চম প্রজন্মের ইন্টারনেট চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযাগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।