মাইক্রোব্লগিং সেবা টুইটারে রসিকতা করার বা সুযোগ বুঝে ‘খোঁচা’ দেওয়ার পুরনো অভ্যাস আছে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের। এবার তেমনই এক ‘খোঁচা’র শিকার হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টুইট করে পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মাস্ক, বলেছেন জয়ী সিদ্ধান্ত নেবেন ইউক্রেইন বিষয়ে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর কার্যত ইউক্রেইনের পক্ষ্য নিয়েছেন মাস্ক। রাশিয়ার হামলায় ইউক্রেইনের ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সংযোগ ব্যবস্থা সচল রাখতে উন্মুক্ত করে দিয়েছেন স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা।
দেশটির সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশ দ্রতগতিতেই ইউক্রেইনে পৌঁছেছে স্টারলিংকের স্যাটেলাইট টার্মিনাল।
সামরিক আগ্রাসন থেকে এখনো নিশ্চিত জয় ঘোষণা করার মতো পর্যায়ে পৌঁছায়নি রাশিয়া। এমন পরিস্থিতিতে সোমবার টুইট করে ‘সহজ সমাধান’ প্রস্তাব করেছেন মাস্ক।
“আমি ভ্লাদিমির পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ করছি, বাজি হচ্ছে ইউক্রেইন।”“আপনি কি মারামারি করতে রাজি?,” রাশিয়ান ভাষায় লেখা আরেক টুইটে দেশটির প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘ক্রেমলিনরাশিয়া_ই’-কে ট্যাগ করে প্রশ্ন ছুড়েছেন মাস্ক।
রাশিয়ার প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে কোনো জবাব আসেনি। তবে, উত্তর দিয়েছেন, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন। রাশিয়ান কবি অ্যালেক্সান্ডার পুশকিন-এর লেখা “দ্য টেল অফ পোপ অ্যান্ড হিজ ওয়ার্কার বালদা” থেকে একটি অংশ টুইটে উদ্ধৃত করেছেন তিনি।
অনুবাদ করলে এর বাংলা দাঁড়ায়, “তুমি, পুঁচকে শয়তান, এখনো ছোট তুমি/ আমার সঙ্গে লড়াই করবে দুর্বল/ এতে শুধু সময়ের অপচয়/ আগে আমার ভাইকে হারিয়ে আসো।”
তবে, মাস্ক যেহেতু ছেড়ে কথা বলার পাত্র নন; রোগোজিন রেহাই পাননি তার রসিকতা থেকে।
মাস্ক রোগোজিনের টুইটের পাল্টা উত্তর দিয়েছেন “তুমি দেখছি এক কঠোর মধ্যস্থতাকারী! ঠিক আছে, পে-পার ভিউয়ের ১০ শতাংশ রাখতে পারো তুমি।”
আর টুইটের সঙ্গে দুটি ছবির কোলাজ জুড়ে দিয়েছেন মাস্ক; একটিতে ভালুকের পিঠে চড়ে তেড়ে আসছেন পুতিন, আর দ্বিতীয়টিতে মাস্ক নিজেই একটি ফ্লেমথ্রোয়ার চালাচ্ছেন। আর ছবির ক্যাপশন, ‘আপনার যোদ্ধাকে বেছে নিন”।