ইসরায়েলের প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল ফোন হ্যাক করেছে ‘ওপেন হ্যান্ডস’ নামে একটি গোষ্ঠী। এর মাধ্যমে মোবাইল সেটটিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে তারা।
পার্সটুডে জানায়, মোসাদ প্রধানের মোবাইল থেকে চুরি করা বিভিন্ন ধরনের তথ্য ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছে হ্যাকার গোষ্ঠীটি। প্রমাণ হিসেবে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছাড়া হয়েছে। আরো রয়েছে ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্য।
হ্যাকাররা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি হাতে পাওয়ার দাবি করেছে। মোসাদ প্রধানের মোবাইল হ্যাকের বিষয়টি সংস্থাটির সাবেক প্রধান ডেনি ইয়াটম স্বীকারও করেছেন। তবে তার দারি, তেমন গুরুত্বপূর্ণ কোনো তথ্য হাতছাড়া হয়নি।
এর কয়েক মাস আগেও ইসরায়েলের বিভিন্ন সংস্থা ও কোম্পানিতে সাইবার হামলা চালায় ‘মোসেস স্টাফ, ‘মুসার লাঠি’ নামে একটি গোষ্ঠী। সে সময় তারা ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েবসাইট হ্যাক করার কথা জানায়।