এক্সবক্স ব্যবহারকারীদের জন্য কনসোল থেকে টুইটারে সরাসরি গেমপ্লে ক্লিপ আপলোড করার ফিচার অপসারণ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। খবর আইএএনএস।
উইন্ডোজ সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এক্সবক্স ইনসাইডার বিল্ডে দেয়া এক আপডেটে মাইক্রোসফট গেম ডিভিআরের মোবাইল শেয়ারিংয়ে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের আইকন যুক্ত করার কথা জানিয়েছে। এর মাধ্যমে গেমারদের জন্য টুইটারে সরাসরি এক্সবক্স গেম ক্লিপ শেয়ার না করার পরিকল্পনার বিষয়টিকেও উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের এ প্রযুুক্তি জায়ান্ট।
বর্তমানে ব্যবহারকারীরা তাদের সেলফোনে ক্লিপ আপলোড করতে পারবেন এবং সেখান থেকে টুইটার ও অন্যান্য প্লাটফর্মে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এক্সবক্সের অনেক পুরনো একটি ফিচার অপসারণ করছে। মাইক্রোসফট প্রায় সময়ই ব্যবহারকারীরা কম ব্যবহার করেন এমন অজুহাতে ফিচার অপসারণ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, যারা ফিচারটি ব্যবহার করতেন তাদের জন্য এগুলোর অপসারণ সমস্যার কারণ হয়ে দাঁড়াত।
টুইটারে ভিডিও শেয়ারের ক্ষেত্রে এপিআই অ্যাকসেসের জন্য মাইক্রোসফটকে অর্থ দিতে হতো। প্রযুক্তিবিদদের ধারণা মাইক্রোসফট হয়তো এখন এ পদ্ধতিকে উপযুক্ত মনে করছে না কিংবা প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী কিছু আনার লক্ষ্যে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের এক্সবক্স থেকে সরাসরি টুইটারে ক্লিপ আপলোডের সুবিধা দেবে।