চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শেনজেনে পুনরায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। নতুন করে কভিড-১৯ সংক্রমণ হার বাড়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
বিশ্বের অন্যতম চুক্তিনির্ভর বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, এরই মধ্যে শেনজেন ক্যাম্পাসে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। মূলত কিছু কর্মীর বাবলের মধ্যে অবস্থানের মাধ্যমে কাজ করার এবং বসবাসের সুবিধা দেয়ার মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে কারখানা বন্ধের পর দেশটির সরকার পুনরায় কার্যক্রম চালুর ক্ষেত্রে বাবলের ব্যবস্থা গ্রহণের শর্ত দিয়েছিল।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি শহরের লংহুয়া ও গুয়ানলান অঞ্চলেও তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। কভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে যে নীতিমালা নির্ধারণ করা হয়েছে, সেগুলো অনুসরণের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথির তথ্যানুযায়ী, সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ফুশিয়ান অঞ্চলের কর্মীদের বাসা থেকে কাজ করার বিধান চালু থাকবে। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের জন্য ফক্সকন যেসব যন্ত্রাংশ ও উপাদান সরবরাহ করে, তার খুবই কম অংশ শেনজেনে উৎপাদন হয়। অন্যদিকে হেনানের ঝেংঝু প্রদেশে অধিকাংশ উৎপাদন হয় বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।