আগামী ৩১ মার্চ আসছে রিয়েলমি সি৩১। এই ফোনে থাকতে চলেছে আলট্রা স্লিম ডিজাইন এবং বেশ বড় ও শক্তিশালী ব্যাটারি। ফোন লঞ্চের কথা ঘোষণা করে তেমনই আভাস দিয়েছে রিয়েলমি ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ার লঞ্চ হয়েছিল ফোনটি। আশা করা যায়, একই স্পেসিফিকেশন সহ ফোনটি ভারতে আসবে। রিয়েলমি সি৩১ ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, UNISOC চিপসেট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি ইন্ডিয়ার তরফে একটি টুইট করে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ রিয়েলমি সি৩১ ফোনটি ভারতীয় বাজারে পা রাখবে। ফোনটি লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্ট দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে।
টিজার পোস্ট অনুযায়ী, রিয়েলমি সি৩১ ফোনটি শক্তিশালী ব্যাটারি ও স্লিম ডিজাইন সহ আসবে।
রিয়েলমি সি৩১ ফোনের সামনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ম্যাক্রো সেন্সর এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত।
রিয়েলমি সি৩১ ফোনে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৩ জিবি /৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৩২ জিবি/৬৪ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এই হ্যান্ডসেটে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই আর কাস্টম স্কিনে রান করে।