সম্প্রতি কয়েকটি নতুন আপডেট ঘোষণা করেছে সেনহেইজার। শ্রোতাদের গান শোনা আরো উপভোগ্য করতে স্মার্ট কন্ট্রোল আপগ্রেডসহ আরো বেশ কয়েকটি সুবিধা এনেছে জার্মান হেডফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
অ্যান্ড্রয়েড ও আইওএসে স্মার্ট কন্ট্রোল আপগ্রেড করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হেডফোনের ইকুয়ালাইজার পরিবর্তন হবে। পাশাপাশি ব্যবহারকারীর পরিবেশের ওপর নির্ভর করে গান শোনার সময় বাইরের অনাবশ্যক শব্দ প্রবেশ বন্ধ হবে। তবে অডিও জগতে এটি কোনো নতুন ফিচার নয়। বহু বছর ধরে সনিও এ ফিচার সুবিধা দিয়ে আসছে ব্যবহারকারীদের। তথ্যানুযায়ী, স্মার্ট কন্ট্রোল অ্যাপে সাউন্ড চেক ফিচারও যোগ করা হয়েছে। এছাড়া আরো উন্নত মানের একটি ইন্টারফেস আনার ঘোষণাও দিয়েছে সেনহেইজার।
এদিকে অ্যাম্বিও ওএস নামে নতুন একটি প্লাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে সেনহেইজার। মূলত এর মাধ্যমে টেলিভিশন স্পিকারের কার্যক্ষমতা সম্প্রসারণ হবে। সংগীত পরিষেবা স্ট্রিমিংয়ের জন্য এয়ারপ্লে২, স্পটিফাই কানেক্ট ও টাইডাল কানেক্ট ফিচার যোগ করা হয়েছে। স্মার্ট কন্ট্রোল অ্যাপের মাধ্যমে সাউন্ড বার নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া কম্পিউটার থেকে সাউন্ড নিয়ন্ত্রণের জন্য একটি ওয়েব ইন্টারফেসও পাবেন ব্যবহারকারীরা।