দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের কর-পরবর্তী নিট লোকসান আগের বছরের তুলনায় ২০২১ সাল শেষে প্রায় দ্বিগুণ বেড়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি ৪২ লাখ টাকায়। আগের বছরে নিট লোকসান ছিল ৬৭ কোটি ৪৩ লাখ টাকা। মূলত পরিচালন ও প্রশাসনিক খাতে ব্যয় বাড়ার কারণে বিকাশের লোকসান বেড়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে বিকাশের মোট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৬ কোটি, যা এর আগের বছর ছিল ২ হাজার ৬২৪ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধের পর ২০২১ সালে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৪ কোটি টাকায়, যা এর আগের বছর ছিল ২ হাজার ৩০৭ কোটি টাকা।
সেবার বিপরীতে ২০২১ সালে বিকাশের ২ হাজার ১৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। আগের বছর এ খাতে ব্যয় ছিল ১ হাজার ৬৭৬ কোটি টাকা। ২০২১ সালে প্রতিষ্ঠানটির মোট মুনাফা হয়েছে ৬৬৩ কোটি, যা এর আগের বছর ছিল ৬৩০ কোটি টাকা। ২০২১ সালে বিকাশের পরিচালন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ৫৮৫ কোটি টাকা। যেখানে এর আগের বছর এ খাতে ব্যয় হয়েছিল ৪৮২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রতিষ্ঠানটির ব্যয় বেড়েছে ১০৩ কোটি টাকা বা ২১ শতাংশ। ফলে ২০২১ সালে ১৫৯ কোটি টাকা পরিচালন লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। যেখানে এর আগের বছর এ খাতে লোকসান ছিল ১১৪ কোটি টাকা।
কোম্পানি অ্যাক্ট-১৯৯৪-এর অধীনে ২০১০ সালের ১ মার্চ ইনকরপোরেটেড হয় বিকাশ। ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মুনাফায় ছিল। ২০১৯ সালে প্রথমবারের মতো ৬৩ কোটি টাকা লোকসান হয় প্রতিষ্ঠানটির। ২০২০ সালে নিট লোকসান ছিল ৬৭ কোটি টাকা। সর্বশেষ ২০২১ সালে নিট লোকসানের পরিমাণ এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেড়ে ১২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
২০২১ সালের ডিসেম্বর শেষে বিকাশের ৫১ শতাংশ ইকুইটি শেয়ার ছিল ব্র্যাক ব্যাংকের হাতে। ১৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে যুক্তরাষ্ট্রের মানি ইন মোশন এলএলসির কাছে। এছাড়া ১০ দশমিক ৩৬ শতাংশ ইকুইটি শেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ১৪ দশমিক ৮৭ শতাংশ আলিপে সিঙ্গাপুর ই-কমার্স প্রাইভেট লিমিটেড ও ৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে সফট ব্যাংক গ্রুপের এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসির কাছে। এছাড়াও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে ও সফট ব্যাংকের কাছে বিকাশের ভোটাধিকারহীন প্রেফারেন্স শেয়ারও রয়েছে।
এর আগে ২০২০ সাল শেষে প্রতিষ্ঠানটিতে মানি ইন মোশন এলএলসির ২৯ শতাংশ, আইএফসির ৯ দশমিক ৯ শতাংশ এবং আলিপের ১০ দশমিক ১ শতাংশ শেয়ার ছিল।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার জাপানের সফট ব্যাংক কর্তৃক অধিগ্রহণের ঘোষণা আসে গত বছরের নভেম্বরে। সে সময় বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ও সফট ব্যাংকের আওতাধীন ভিশন ফান্ডের মধ্যে এ-সংক্রান্ত একটি শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তিও অনুমোদন করে ব্র্যাংক ব্যাংকের পর্ষদ। বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে সিঙ্গাপুর ই-কমার্স প্রাইভেট লিমিটেড, বিকাশ এমপ্লয়ি শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসির (সফট ব্যাংক) মধ্যে হওয়া এ শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি সে সময় অনুমোদন করে ব্র্যাংক ব্যাংকের পর্ষদ।
চুক্তি অনুসারে সফট ব্যাংক বিকাশে প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধাপে বিনিয়োগের মাধ্যমে ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে নেবে। এক্ষেত্রে বিকাশে থাকা ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না এবং বিকাশে ব্র্যাক ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার অক্ষুণ্ন থাকবে। এরই মধ্যে বিকাশের ৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে সফট ব্যাংক। সুত্র : বণিক বার্তা