সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নয় দশমিক দুই শতাংশ শেয়ার কিনে নিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যার মূল্য হচ্ছে প্রায় তিনশ কোটি ডলার। এরপরই টুইটারের শেয়ারের দর ২৫ শতাংশ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। সোমবার (৪ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানায়, ১৪ মার্চ টেসলার প্রতিষ্ঠাতা সাত কোটির বেশি শেয়ার কিনে নেন। যার মূল্য দুইশ ৮৯ কোটি ডলার।
বিশাল অংকের শেয়ার কেনায় কোম্পানিটির (টুইটার) বড় শেয়ারহোল্ডারে পরিণত করেছে তাকে। অন্যদিকে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির কাছে শেয়ার রয়েছে মাত্র দুই দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ ডোরসির চেয়ে চারগুণ বেশি শেয়ারের মালিক এখন ইলন মাস্ক।
মাস্ক প্রতিনিয়তই টুইটার ব্যবহার করেন। এতে তার আট কোটির বেশি ফলোয়ার রয়েছে। যদিও সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করার কথা জানিয়েছেন।
ইলন মাস্ক কখনো টেসলা, কখনো স্পেসএক্স নিয়ে সংবাদের শিরোনামে আসছেন। নানা সময়ে নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। নানান সময় নানান পরামর্শমূলক কথাবার্তাও টুইট করেন।
ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক গোটা বিশ্বের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার নাম।