স্যামসাং বাংলাদেশ সম্প্রতি গ্যালাক্সি এ১৩ ডিভাইস উন্মোচন করেছে। এস২২ আল্ট্রা ডিভাইসটির ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে ফোনটি। দামের দিক দিয়ে মিড-রেঞ্জ ফোন হতে যাচ্ছে এটি।
৬.৬ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লের গ্যালাক্সি এ১৩ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এক্সিনোস ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ডেপথ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়াও সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিসহ ১৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ব্লু, পিচ ও ব্ল্যাক এ তিনটি রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। ৪জিবি র্যাম ও ৬৪জিবি রমের ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬জিবি র্যাম ও ১২৮জিবি রমের ফোনটি পাওয়া যাবে ২০ হাজার ৯৯৯ টাকায়।