উইন্ডোজ ১১-তে থার্ড পার্টি উইজেট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। কয়েক মাস আগে প্রযুক্তি জায়ান্টটি নতুন ডিজাইনের উইজেট প্যানেলযুক্ত উইন্ডোজ ১১ বাজারে উন্মুক্ত করেছে। খবর গ্যাজেটসনাউ।
উইজেট বক্সে বিভিন্ন বিষয়ের সংবাদ দেখা গেলেও বর্তমানে থার্ড পার্টি কোনো উইজেট ব্যবহারের সুবিধা নেই। উইন্ডোজলেটেস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, পরবর্তী আপডেটের মাধ্যমে উইজেট ফিচারে বেশকিছু বড় পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধে উইন্ডোজ ১১-তে থার্ড পার্টি উইজেটে সাপোর্ট যুক্ত করবে। এর আগে নতুন অপারেটিং সিস্টেমে একাধিক উইজেট ব্যবহারের সুবিধা যুক্তের বিষয়ে গুঞ্জন উঠেছিল। ২০০৭ সালে উইন্ডোজ ভিস্তা বাজারজাতের সঙ্গে থার্ড পার্টি উইজেটের জন্য সাপোর্ট চালু করেছিল অপারেটিং সিস্টেম জায়ান্টটি। পরবর্তী সময়ে উইন্ডোজ ৭-এও এটি যুক্ত করা হয়।