আইসিটি সেক্টর দেশের একমাত্র সেক্টর যেখানে সকল কাচামাল (মেধা) দেশে তৈরি হয়। আইসিটি সেক্টরের মাধ্যমে বিদেশি রেমিট্যান্স শতভাগ আনা সম্ভব। বতমান সরকার আগামি ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্য এগিয়ে যাচ্ছে। দেশের আইসিটি প্রতিষ্ঠানের পলিসিগত জটিলতা কাটলে ৫বিলিয়নের বেশি রপ্তানি সম্ভব বলে মনে করেন টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম বাবু।
রাজধানীর লালমাটিয়া টেকনোগ্রাম লিমিটেডের প্রধান কার্যালয়ে টেকজুমডটটিভি এর সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম বাবু।
সফটওয়্যার ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি টেকজুমকে বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আমরা এখন ১.৪ বিলিয়ন ডলারের আছি। আমরা যদি এই সেক্টরকে আগামী ১০ বছরের মধ্যে ১৫-২০ বিলিয়নের দিকে নিয়ে যেতে পারি, তাহলে এই সেক্টর একটা রিয়েল ইন্ডাস্ট্রি আকারে দাঁড়াবে। আমি মনে করি, এটা করা সম্ভব।
তিনি আরো বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সফটওয়্যারের অবস্থান বেশ ভালো। বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা আন্তর্জাতিক বাজারের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত। এই সেক্টরে আমরা পৃথিবীর সাথে সমান তালে এগিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাইরের কয়েকটি উন্নত দেশেও ৪র্থ শিল্প-বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সল্যুশন তৈরি করে তা রপ্তানি করে যাচ্ছে।
আহমেদুল ইসলাম বাবু বলেন, আমাদের অনেক মেধাবী তরুণ রয়েছে। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ব্র্যান্ডিং প্রয়োজন। কেননা প্রচারেই প্রসার। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আইটি একমাত্র ক্ষেত্র, যেখানে আমাদের কাজ করার অফুরান সুযোগ ও সম্ভাবনা রয়েছে । গার্মেন্টসের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর হলো আইটি। আইটিকে নিয়ে সরকারের ব্যাপক কর্মযজ্ঞ রয়েছে।