নয়া মডেল প্রকাশ্যে আনল ওয়ানপ্লাস। নর্ড সিই ২ লাইট নামের এই ফোনে চমক থাকছে। এটি একটি ৫জি ফোন। এতে শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ২৮ এপ্রিল ডিভাইসটি বাজারে কথা রয়েছে।
ওয়ানপ্লাসের সিগনেচার রঙ ব্লু টাইডে ক্রেতারা কিনতে পারবেন।
ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি মডেলের এই ফোনে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে। যা বাজারের অন্যসব মডেলের তুলনায় খানিকটা বড়ই।
দুই রকম স্টোরেজ ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে ১২৮ জিবি রম। অন্যটি ২৫৬ জিবি রমের।
ফোনটি পরিচালনার জন্য থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।
ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা থেকে সেলফি ক্যামেরা। চমক থাকবে সবখানেই।