যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ও সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি গুগলের বিরুদ্ধে ‘বিতর্কিত’ বা ‘ভুয়া’ ভিডিও ছড়ানোর অভিযোগ করেছিল রাশিয়া। ওই ভিডিও মুছে ফেলার অনুরোধ জানানোর পরেও তাতে অস্বীকৃতি জানায় জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় গুগলকে পড়তে হলো রুশ জরিমানার মুখে।
বিবিসি জানায়, আজ শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালত দু’টি অভিযোগে গুগলকে ১১ মিলিয়ন রুবল জরিমানা করেছে। মার্কিন মুদ্রায় যা প্রায় ১ লাখ ৩৫ হাজার ডলার। বিশাল এই জরিমানা গুনতে হবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে।
মস্কোর দি টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়েছে, রুশ বাহিনীর পরাজয় এবং ইউক্রেনে বেসামরিক লোক নিহত নিয়ে বিতর্কিত তথ্য প্রচার করেছে গুগল। এগুলো ‘ভুয়া ভিডিও’ হিসেবে চিহ্নিত করে তা প্রচারের জন্য প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রুশ সেনা তার বাড়িতে ফোন করছেন। তিনি তার পরিবারকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
এর আগেও ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়ায় মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুগল। দেশটিতে অবৈধ বিবেচিত কন্টেন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর কারণে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল জরিমানা করা হয়। ডলারে যার পরিমাণ ছিল ৯০ মিলিয়ন।
প্রসঙ্গত, পূর্ব-ইউরোপের এই সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বেশ কিছু সামাজিকমাধ্যম বন্ধ রয়েছে মস্কোয়, তবে সচল রয়েছে ইউটিউব।