জার্মানভিত্তিক ইউরোপের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি এসএপি আগামী চার বছরের মধ্যে তাদের বাজারমূল্য দ্বিগুণে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করেছে। কোম্পানিটি আশা করছে, ২০২৩ সালের মধ্যে তাদের বাজারমূল্য বেড়ে ২৫ হাজার কোটি ইউরো থেকে ৩০ হাজার কোটি ইউরোর (২৮ হাজার ২০০ কোটি ডলার থেকে ৩৩ হাজার ৮০০ কোটি ডলার) মধ্যে থাকবে। স্থানীয় একটি গণমাধ্যমে এ কথা জানিয়েছেন এসএপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল ম্যাকডেরমট। খবর রয়টার্স।
বিল ম্যাকডেরমট জানিয়েছেন, ২০১০ সালে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব নেন। তখন এ কোম্পানির বাজার মূলধন ছিল সাড়ে ৪ হাজার কোটি ইউরো। নয় বছরে তিনি কোম্পানিটির বাজারমূল্য বাড়িয়ে ১৪ হাজার কোটি ইউরোতে উন্নীত করতে সক্ষম হয়েছেন।
ফ্রাংকফুর্টার অ্যালেগমেইনেকে এসএপির প্রধান নির্বাহী বলেন, ‘নিরবচ্ছিন্ন ক্লাউড সার্ভিস সেবাদাতা হিসেবে বাজারমূল্য যাচাই করে আমরা আশা করছি, কোম্পানির সামগ্রিক বাজার মূলধন আরো ৯ হাজার কোটি ইউরো বাড়বে। আগামী চার বছরে এ বাজারমূল্য বেড়ে ২৫ হাজার কোটি থেকে ৩০ হাজার কোটি ইউরোর মধ্যে অবস্থান করবে।’
এসএপিকে মূলত ডিজিটাল প্লাটফর্ম ব্যবসায় রূপান্তর করতে চাইছেন বিল ম্যাকডেরমট। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারিতে পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা দেয় এসএপি। এ পরিকল্পনা বাস্তবায়নের মাঝামাঝি অবস্থানে রয়েছে কোম্পানিটি, যার অংশ হিসেবে ৪ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করা হয়েছে।
গত চার এপ্রিল এসএপির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১০৪ দশমিক ৮৮ ইউরো, যা ছিল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। কিন্তু গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৫ শতাংশ কমে যায়। শেয়ারের মূল্য কমে যাওয়া সত্ত্বেও কোম্পানিটি জার্মানির সবচেয়ে মূল্যবান কোম্পানি।