অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম ‘বিক্রয়জবস’ নামে একটি নতুন সেবা নিয়ে এসেছে। সেবাটির মাধ্যমে পার্টটাইম, এন্ট্রি লেভেল এবং তরুণ শিক্ষার্থীরা দক্ষতাভিত্তিক চাকরির খোঁজ পাবেন। বিক্রয়জবস একটি স্বতন্ত্র প্লাটফর্ম হিসেবে চাকরি প্রত্যাশীদের ভালো অভিজ্ঞতা নিশ্চিতে কাজ করবে।
চাকরির বাজার বিষয়ে বিক্রয় ডটকমের ভাষ্য, খালি পদ দ্রুত পূরণ করা বাংলাদেশের কর্মক্ষম জনশক্তি ও নিয়োগকর্তাদের পক্ষে বেশ চ্যালেঞ্জিং এবং প্রতিটি পদে জড়িয়ে আছে ব্যাপক খরচ। বিক্রয়জবসের লক্ষ্য হলো চাকরি প্রার্থীদের পছন্দের চাকরি খুঁজে নেয়ার ক্ষেত্রে একটি পুল তৈরির মাধ্যমে নিয়োগকারীদের যোগ্য প্রতিভা খোঁজার জন্য একটি বিশ্বস্ত প্লাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
এ বিষয়ে বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন, বিভিন্ন নতুন ইন্ডাস্ট্রি প্রবর্তনের মাধ্যমে বিভিন্ন পদে নিত্যনতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশে তরুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও, নিয়োগকারীদের প্রত্যাশিত কর্মী নিয়োগ এবং দক্ষ প্রার্থীদের উপযুক্ত পদে চাকরি দেয়ার মধ্যে এখনো পার্থক্য বিদ্যমান। বিক্রয়জবস প্লাটফর্মটিতে চাকরি প্রার্থীদের জন্য দক্ষতার ভিত্তিতে বিভিন্ন কাজের অফার রয়েছে এবং ৪ লাখ ৫০ হাজারের বেশি মাসিক ইউনিক ভিজিটরের পাশাপাশি আবেদনকারীদের চার লাখের বেশি জীবনবৃত্তান্তের ডাটাবেজ রয়েছে। যেখান থেকে আমাদের সদস্যরা তাদের পছন্দসই প্রার্থী খুঁজে পেতে পারেন। এছাড়া কোনো সদস্যের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমাদের পক্ষ থেকে একটি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং বিজ্ঞাপন গুণমান ও সত্যতা নিশ্চিত করার জন্য চাকরির বিজ্ঞাপনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।