করোনা থেকে সুরক্ষা পেতে সবাই মাস্ক পরছেন। কিন্তু দীর্ঘক্ষণ পরে থাকা যায় না। কেননা, মাস্কের কারণে অনেকের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা দেখা দেয়। এই সমস্যার জন্য মাস্ক ব্যবহার বন্ধ করেছেন অনেকেই।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ কোভিড সংক্রমণ ঠেকাতে অবশ্যই মাস্ক পরতে হবে। সাধারণ কাপড়ের মাস্ক কিংবা সার্জিক্যাল মাস্ক পরতে না পারলে ইলেকট্রিক্যাল মাস্ক পরুন। সাধারণ মাস্ক থেকে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক।
মাস্ক ব্যবহার করেও যাতে শ্বাস কষ্ট না হয় তার জন্য বাজারে এসেছে ছোট ডিভাইস। যার মাধ্যমে মাস্কের ভিতরেও বাতাস চলাচল সঠিক ভাবে হবে। অথচ কোনও ভাইরাস ঢুকবে না।
এটি দেখতে অনেকটা ছোটো শীতাতপ যন্ত্রের মতো। যা খুব সহজেই মাস্কের ভিতরে ঢুকিয়ে রাখা যায়। এবং এটি একটি রিচার্জেবল যন্ত্র। এই ডিভাইসটি বাতাস পরিশুদ্ধ করে মাস্কের ভিতর ঢোকাবে এই যন্ত্র।
এটির একটি অংশ থাকে মাস্কের বাইরে এবং একটি অংশ থাকে ভিতরে। বাইরের অংশের সঙ্গে ভিতরের অংশ একটি পাইপ লাইনের মাধ্যমে জুড়ে দেওয়া থাকে।