সিঙ্গাপুরে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে আজ শুক্রবার (২০ মে) প্রথম অধিবেশনে ‘স্মার্ট বাংলাদেশ’-এর রূপকল্প তুলে ধরেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানিয়েছেন, ২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক উচ্চ অর্থনীতির উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। তখন মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ১২ হাজার ৫০০ ডলার।
অনুষ্ঠানে পলক বলেন, স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সাথেই নিয়েই বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। এতে বদলে যাবে সবকিছু।
সেজন্য সরকার বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে তরুণদের উদ্ভাবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের নিয়েই ২০৪১ সালে অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হবে বিশ্বে ২৩তম। জিডিপিতে আইসিটির অবদান বেড়ে দাঁড়াবে ২০ শতাংশ।
তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নে দেশের উদ্ভাবক এবং উদ্যোক্তারাই হবে গেম চেঞ্জার। এজন্য আইডিইএ প্রকল্পের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাবিদ, অ্যাক্সেলেরেটস ও ইনকিউবেটরসদের মধ্যে একটি ইকোসিস্টেম রচনা করছে সরকার।