স্যামসাংয়ের বিশাল বিনিয়োগ, কর্মসংস্থান হবে ১১ লাখ!
দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং সেমিকন্ডাক্টর, বায়োফার্মাসিউটিক্যাল এবং আগামী প্রজন্মের প্রযুক্তি এই তিন সেক্টরে ব্যবসা বৃদ্ধি লক্ষ্য ২০২৬ সাল পর্যন্ত ৩৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩০ লাখ ৯৭ হাজার ২০০ কোটি টাকা।
মঙ্গলবার স্যামসাং বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চিপ সেক্টরের মতো অন্য সেক্টরেও স্যামসাং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। যেখানে বায়োফার্মাসিউটিক্যাল সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চিপ ব্যবসার মতো এ খাতেও সফল হতে চায় স্যামসাং।
স্যামসাং বলছে, এই বিনিয়োগের ৮০ শতাংশ অর্থ দক্ষিণ কোরিয়াতে খরচ করা হবে। ৩৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে আগামী ৫ বছরে ১.০৭ মিলিয়ন (১০ লাখ ৭০ হাজার) কর্মসংস্থান সৃষ্টি হবে।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে নতুন ব্যাটারি প্ল্যান্ট উন্মোচন করেছে স্যামসাং। বিশাল বিনিয়োগের এই অর্থ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে অন্তর্ভুক্ত করেনি স্যামসাং।
২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে স্যামসাং মুনাফা অর্জন করেছে ৫৮.৭ শতাংশ, যা মূলত চিপ ও স্মার্টফোন বিক্রি থেকে এসেছে।