ফিনল্যান্ডের গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড নকিয়া ২০৩০ সালের মধ্যে ৬জি মোবাইল নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য নিয়ে আসবে। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে এমনটাই বলেছেন নকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক।
পেক্কা লুন্ডমার্ক বলেন, ৬জি মোবাইল নেটওয়ার্কিংয়ের কার্যক্রম ২০২৫ সালে শুরু হতে পারে। ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে রোলআউট করা হবে।
২০৩০ সালের মধ্যে ৬জি পরিষেবার ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোনগুলোতে ‘কমন ইন্টারফেস’ হবে না জানিয়ে নকিয়া প্রধান বলেন, ৬জি ব্যবহারের ফলে বাস্তব জগত এবং ডিজিটাল বিশ্ব একসাথে এগিয়ে যাবে। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কিং পরিষেবা ব্যবহার করে মানুষ ‘ভার্চুয়াল রিয়ালিটি’ বা ভিআর জগতে যেতে পারবে, যা বাস্তবিক জগতে কিছুটা পরিবর্তন আনবে।
এদিকে, বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট অ্যাপল, গুগল এবং এলজির মতো প্রতিষ্ঠানগুলো পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক (৬জি) নিয়ে ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছে।
উল্লেখ্য, প্রকাশিত একাধিক রিপোর্টে দেখা গেছে, ফাইভজির তুলনায় ৬জি প্রায় ১০০ গুণ বেশি গতিসম্পন্ন হবে।