আজ শনিবার ১১ জুন রাজধানীর এক হোটেলে দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করণে অনলাইন কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পলক বলেন, ই-জুডিশিয়ারি প্রকল্পের মাধ্যমে প্রায় দুই হাজার কোর্টরুম ডিজিটাল করা হবে। যেখানে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে, পাশাপাশি ভার্চুয়াল ট্রাইবুনাল হবে। এ ছাড়া ১৪টি কেন্দ্রীয় জেল এবং জেলাপর্যায়ে ৬৪টি কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে। বিচারিক তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে জেআরপির অধীনে সুপ্রিম কোর্টে একটি ফোর টায়ার ডেটাসেন্টার স্থাপন করা হবে, যাতে করে তথ্য সুরক্ষিত থাকে।
অনুষ্ঠানের বিশেষে অতিথি আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে সকলের জন্য বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে অনলাইন কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার।