গেমিং হার্ডওয়্যার ও ইনোভিটিভ বিজনেস সল্যুশন প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই, বাংলাদেশের বাজারে সামিট, প্রেস্টিজ ও মডার্ন নামে বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপের নতুন ৩টি সিরিজ নিয়ে এসেছে। নতুন সিরিজের প্রতিটি ল্যাপটপেই টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর™ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
সামিট ও প্রেস্টিজ সিরিজের লাইটওয়েট ডিজাইন ও লং-লাস্টিং ব্যাটারির জন্য ইনটেল® ইভো™ প্ল্যাটফর্ম সার্টিফিকেশনটি অ্যাওয়ার্ড পেয়েছে। সামিট ও প্রেস্টিজ সিরিজে ব্যবহৃত এনভিআইডিএ-এর গ্রাফিক্স, ব্যক্তিগত ব্যবহারে দিচ্ছে দুর্দান্ত এক্সপেরিয়েন্স এবং বিজনেস প্রফেশনালদের সহযোগিতা করছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে। সামিট ফ্লিপ মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে সিমলেস ৩৬০° টু-ইন-ওয়ান ডিজাইন, যার ফলে কোনো ঝামেলা ছাড়া মুহুর্তেই ট্যাবলেট মোডে সুইচ করা যায়। এছাড়া মডার্ন সিরিজে আরও চারটি আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসার জন্য এমএসআই এরই মধ্যে জনপ্রিয় ফ্রেঞ্চ ইলাস্ট্রেটর লরেন সরলেট-এর সাথে চুক্তি করেছে।
এমএসআই নোটবুক ওয়ার্ল্ডওয়াইড সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ডেরেক চেন নতুন লাইনআপ প্রসঙ্গে বলেন, “হাই-পারফরম্যান্স ল্যাপটপই এমএসআই-এর মূল ভিত এবং আমাদের বিজনেস সিরিজ ল্যাপটপগুলো কর্মক্ষেত্রের সকল চাহিদা মেটাতে সক্ষম। বরাবরের মতো, প্রোডাক্টিভিটির সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি ল্যাপটপ বেশকিছু ফিচার ও ডিজাইনে পাওয়া যাচ্ছে, যা থেকে নিজের পছন্দেরটা বেছে নেওয়া যাবে। সেটা হতে পারে ৩৬০° ফ্লিপ মোডের হাই-এন্ড সামিট, অথবা অসাধারণ ডিসপ্লে সমৃদ্ধ প্রেস্টিজ কিংবা অনন্য ডিজাইনে স্টাইলিশ মডার্ন। যেটাই নেন না কেন, পারফরম্যান্স হবে দুর্দান্ত, আর প্রোডাক্টিভিটি- সর্বোচ্চ। এমএসআই-এর টুয়েলভথ জেনারেশন ইনটেল® কোর বিজনেস™ অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের ল্যাপটপগুলো এখন দেশেই পাওয়া যাচ্ছে।