ব্যক্তিগত নিরাপত্তায় গত বছর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ২০ মিলিয়ন ডলার বা ১৭০ কোটি টাকা ব্যয় করেছেন।নিরাপত্তায় জুকারবার্গের এই খরচ দুবছরে অন্তত চারগুণ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ কমিশনের এক নথি থেকে জানা গেছে, শুধু জুকারবার্গের ব্যক্তিগত বিমানের জন্য ফেসবুক ২৬ লাখ ডলার খরচ করেছে। যা আগের বছরের চেয়ে ১৫ লাখ ডলার বেশি।
তবে এই এয়ারক্রাফট খরচের মধ্যে যাত্রীদের ভাড়া, জ্বালানি, ক্রু এবং ক্যাটারিং খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবছর জুকারবার্গ এক ডলার করে বেতন নেন। কিন্তু ২০১৮ সালে অন্যান্য আনুষঙ্গিক হিসেবে তিনি খরচ করেছেন দুই কোটি ২৬ লাখ মার্কিন ডলার।
এ দিকে, ২০১৮ সালে নিরাপত্তা বাবদ ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরলি স্যান্ডবার্গের খরচ হয়েছে ২৯ লাখ মার্কিন ডলার। আর ব্যক্তিগত বিমান খরচ বাবদ তিনি ব্যয় করেছেন ৯ লাখ মার্কিন ডলার।
এ বিষয়ে ফেসবুকের যুক্তি হলো- সম্প্রতি ফেসবুকের ডেটা কেলেঙ্কারি এবং বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয় কর্মকর্তাদের অনেকটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা দিন দিন উন্নত হওয়ায় ফেসবুক চাইছে তাদের কর্মাদের নিরাপত্তা যেন আরও বেশি হয়।
সেই নথি থেকে আরও জানা গেছে, মার্ক জুকারবার্গ যেহেতু খোদ ফেসবুকের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী, চেয়ারম্যান এবং স্টেক হোল্ডার; এজন্য তার নিরাপত্তা জোরদার করা অবশ্যই কর্তব্য।