ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান দেশটি থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এদের মধ্যে অ্যাপল, স্যামসাং, জিজেআই, এরিকসনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশটির ৯০ শতাংশ বাজার চীনা ব্র্যান্ডগুলোর দখলে চলে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। খবর গিজমোচায়না।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধমূলক ব্যবস্থা নেয়। এতে দেশটির স্মার্টফোন ও প্রযুক্তি খাতের বাজারে ব্যাপক পরিবর্তন আসে। দেশটিতে স্মার্টফোনের বাজারে সবচেয়ে বেশি গতিশীলতা ও পরিবর্তন দেখা গেছে। ২০২২ সালের প্রথমার্ধে রাশিয়ার শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের সাতটিই ছিল চীনের। এর মধ্যে রয়েছে রিয়েলমি, ভিভো, টেকনো, ইনফিনিক্স, আইটেল ও নকিয়া।
কমার্স্যান্ট নামের একটি রাশিয়ান মিডিয়া আউটলেট দেশের অন্যতম ব্রডলাইন আইটি ডিস্ট্রিবিউটর মার্ভেল ডিস্ট্রিবিউশনকে জানায়, ২০২২ সালে টেকনো, ইনফিনিক্স, রিয়েলমি ও শাওমি স্মার্টফোন বিক্রির দিক থেকে বছরওয়ারি হিসেবে শতভাগ বেশি প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। ২০২১ সালের প্রথমার্ধে রিয়েলমি রাশিয়ায় ৪ লাখ ৯৮ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রি করলেও চলতি বছর প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১১ লাখ ইউনিট ডিভাইস বিক্রি করেছে। আগের বছরের তুলনায় চলতি বছর স্মার্টফোন বিক্রির দিক থেকে পকো ১৬ শতাংশ, নকিয়া ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যেখানে অ্যাপল ও স্যামসাংয়ের বাজার হিস্যা যথাক্রমে ১৪ ও ১৫ শতাংশ কমেছে। গত কয়েক মাসে টেকনোর স্মার্টফোন বিক্রি ২০ গুণ বেড়েছে। একই সময়ে ডিগমা ইলেকট্রনিকস ৮ গুণ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। ইয়ানডেক্স মার্কেটের তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে চীনের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার দ্বিগুণ বেড়েছে।
বিশেষজ্ঞদের অভিমত যদি সত্য হয়, তাহলে শিগগিরই কিমতিগো, আকিমোজেবা, ডমফি ও চুউইয়ের মতো প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের পণ্য বাজারজাত করতে পারবে। রাশিয়ার সর্ববৃহৎ কনজিউমার ইলেকট্রনিকস পণ্যের খুচরা চেইন এম ভিডিও এলডোরাডোর তথ্যানুযায়ী, বাজারের পরিবর্তিত অবস্থা বিবেচনায় ক্রেতারা চীন, তুরস্ক অথবা রাশিয়ান প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য সংগ্রহে ও ক্রয়ে বেশি আগ্রহী।