প্রযুক্তি খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে স্মার্টফোন খাতে হুয়াওয়ের বড় অবনমন হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে প্রযুক্তি জায়ান্টটির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কিছু তথ্য পাওয়া গেছে।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রতিষ্ঠানটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে কাজ করার সুযোগ হারায়।
প্রতিষ্ঠানটি মূলত তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে হাইসিলিকন কিরিন চিপসেট ব্যবহার করে।
নতুন পি৬০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কিরিন চিপ ব্যবহার করা হবে এবং এটিকে কিরিন ৯১০০ নাম দেয়া হবে।
একজন টিপস্টার সূত্রে এ তথ্য জানা গেছে। যিনি চীনের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোয় এ বিষয়ে তথ্য শেয়ার করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যানুযায়ী, ১৪ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি হলেও এটির কর্মদক্ষতা বর্তমানে প্রচলিত ৫ ন্যানোমিটার প্রসেস নোডের কাছাকাছি। পার্থক্যের দিক থেকে কোয়ালকম বা অ্যাপলের যেসব চিপ ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হয়েছে, সেগুলোয় ১ হাজার ৫০০ কোটি ট্রানজিস্টর থাকে।
অন্যদিকে ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে মাত্র ২০০ কোটি ট্রানজিস্টর ধারণ করা যায়। ২০১৫ সালে অ্যাপল তার আইফোন ৬এসে এ প্রযুক্তিতে তৈরি এ৯ চিপ ব্যবহার করেছিল।