চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের বাজারে স্মার্টফোন বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ইউনিট, গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা বেড়েছে ৩ শতাংশ। মোট স্মার্টফোন বিক্রিতে অনলাইন চ্যানেলের হিস্যা ছিল ৫২ শতাংশ। ৫০০ ডলারের অধিক মূল্যের প্রিমিয়াম সেগমেন্টে ৮৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গিয়েছে, ২০২২-এর প্রথমার্ধে ভারতে স্মার্টফোন বিক্রি হয়েছে ৭ কোটি ১০ লাখ ইউনিট, গত বছরের একই সময়ের চেয়ে যা ১ শতাংশ কমেছে। প্রথমার্ধে ভারতের বাজারে ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে ৫ কোটি ১০ লাখ।
আইডিসির পূর্বাভাস, ২০২৩ সালের মধ্যে ৫০ শতাংশ বাজার হিস্যা থাকবে এ সেগমেন্টের। ৭১ লাখ ইউনিট বিক্রির মাধ্যমে এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের বাজারে শীর্ষ ব্র্যান্ড ছিল শাওমি। চীনা কোম্পানিটির বাজার হিস্যা ২০ দশমিক ৪ শতাংশ। শীর্ষ পাঁচে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে রিয়েলমি, ভিভো, স্যামসাং ও অপো।